1444H Week-01
Friday, 05 August 2022
QURAN
Ash-Shu'ara | The Poets | Verse 160-175
26:160
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ ١٦٠
The people of Lot denied the messengers
— Saheeh International
লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল।
— Sheikh Mujibur Rahman
26:161
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ ١٦١
When their brother Lot said to them, "Will you not fear Allāh?
— Saheeh International
যখন তাদের ভাই লূত তাদেরকে বললঃ তোমরা কি সাবধান হবেনা?
— Sheikh Mujibur Rahman
26:162
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ ١٦٢
Indeed, I am to you a trustworthy messenger.
— Saheeh International
আমিতো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
— Sheikh Mujibur Rahman
26:163
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٦٣
So fear Allāh and obey me.
— Saheeh International
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
— Sheikh Mujibur Rahman
26:164
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ١٦٤
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
— Saheeh International
আমি এ জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাইনা, আমার পুরস্কারতো জগতসমূহের রবের নিকটই রয়েছে।
— Sheikh Mujibur Rahman
26:165
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَـٰلَمِينَ ١٦٥
Do you approach males among the worlds
— Saheeh International
সৃষ্টির মধ্যে তোমরা কি শুধু পুরুষের সাথেই উপগত হবে?
— Sheikh Mujibur Rahman
26:166
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ ١٦٦
And leave what your Lord has created for you as mates? But you are a people transgressing."
— Saheeh International
আর তোমাদের রাব্ব তোমাদের জন্য যে স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক, বরং তোমরা সীমালংঘনকারী সম্প্রদায়।
— Sheikh Mujibur Rahman
26:167
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ ١٦٧
They said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted."
— Saheeh International
তারা বললঃ হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও তাহলে অবশ্যই তুমি নির্বাসিত হবে।
— Sheikh Mujibur Rahman
26:168
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ ١٦٨
He said, "Indeed, I am, toward your deed, of those who detest [it].
— Saheeh International
লূত বলল, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
— Sheikh Mujibur Rahman
26:169
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ ١٦٩
My Lord, save me and my family from [the consequence of] what they do."
— Saheeh International
হে আমার রাব্ব! আমাকে ও আমার পরিবারবর্গকে, তারা যা করে তা হতে রক্ষা কর।
— Sheikh Mujibur Rahman
26:170
فَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ ١٧٠
So We saved him and his family, all,
— Saheeh International
অতঃপর আমি তাকে এবং তার পরিবার পরিজনের সবাইকে রক্ষা করলাম –
— Sheikh Mujibur Rahman
26:171
إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَـٰبِرِينَ ١٧١
Except an old woman among those who remained behind.
— Saheeh International
এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
— Sheikh Mujibur Rahman
26:172
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ ١٧٢
Then We destroyed the others.
— Saheeh International
অতঃপর অন্যদেরকে ধ্বংস করলাম।
— Sheikh Mujibur Rahman
26:173
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ ١٧٣
And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
— Saheeh International
তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, এবং ভীতি প্রদর্শনের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট!
— Sheikh Mujibur Rahman
26:174
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ ١٧٤
Indeed in that is a sign, but most of them were not to be believers.
— Saheeh International
এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়।
— Sheikh Mujibur Rahman
26:175
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ ١٧٥
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
— Saheeh International
তোমার রাব্ব, তিনিতো পরাক্রমশালী, পরম দয়ালু।
— Sheikh Mujibur Rahman
Tafsir Ibn Kathir
Lut and His Call
Here Allah tells us about His servant and Messenger Lut, peace be upon him. He was Lut bin Haran bin Azar, the nephew of Ibrahim Al-Khalil, upon him be peace. Allah sent him to a mighty nation during the lifetime of Ibrahim, peace be upon them both. They lived in Sadum (Sodom) and its environs, where Allah destroyed them and turned the area into a putrid, stinking lake, which is well-known in the land of Al-Ghur the Jordan Valley, bordering the mountains of Jerusalem, between the mountains and the land of Al-Karak and Ash-Shawbak. He called them to Allah, to worship Him alone with no partner or associate, and to obey the Messenger whom Allah sent to them. He forbade from disobeying Allah and committing the sin that they had invented which was unknown on earth before their time; intercourse with males instead of with females. Allah said:
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَـلَمِينَ - وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ أَزْوَجِكُمْ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ - قَالُواْ لَئِن لَّمْ تَنتَهِ يلُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ - قَالَ إِنِّى لِعَمَلِكُمْ مِّنَ الْقَـلِينَ
Lut's Denunciation of His People's Deeds, Their Response and Their Punishment
The Prophet of Allah forbade them from committing evil deeds and intercourse with males, and he taught them that they should have intercourse with their wives whom Allah had created for them. Their response was only to say:
لَئِن لَّمْ تَنتَهِ يلُوطُ
(If you cease not, O Lut,) meaning, `if you do not give up what you have brought,'
لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ
(verily, you will be one of those who are driven out!) meaning, `we will expel you from among us.' This is like the Ayah,
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُواْ ءَالَ لُوطٍ مِّن قَرْيَتِكُمْ إِنَّهمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
(There was no other answer given by his people except that they said: "Drive out the family of Lut from your city. Verily, these are men who want to be clean and pure!") (27:56). When he saw that they would not give up their ways, and that they were persisting in their misguidance, he declared his innocence of them, saying:
إِنِّى لِعَمَلِكُمْ مِّنَ الْقَـلِينَ
(I am, indeed, of those who disapprove with severe anger and fury) `Of those who are outraged, I do not like it and I do not accept it, and I have nothing to do with you. ' Then he prayed to Allah against them and said:
رَبِّ نَّجِنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
(My Lord! Save me and my family from what they do.) Allah says:
فَنَجَّيْنَـهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ - إِلاَّ عَجُوزاً فِى الْغَـبِرِينَ
(So, We saved him and his family, all. Except an old woman among those who remained behind.) This was his wife, who was a bad old woman. She stayed behind and was destroyed with whoever else was left. This is similar to what Allah says about them in Surat Al-A`raf and Surah Hud, and in Surat Al-Hijr, where Allah commanded him to take his family at night, except for his wife, and not to turn around when they heard the Sayhah as it came upon his people. So they patiently obeyed the command of Allah and persevered, and Allah sent upon the people a punishment which struck them all, and rained upon them stones of baked clay, piled up. Allah says:
ثُمَّ دَمَّرْنَا الاٌّخَرِينَ وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا
(Then afterward We destroyed the others. And We rained on them a rain) until Allah's saying;
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
(And verily, your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful. )
كَذَّبَ أَصْحَـبُ لْـَيْكَةِ الْمُرْسَلِينَ - إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلاَ تَتَّقُونَ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
তাফসীর ইবনে কাছীর
১৬০-১৬৪ নং আয়াতের তাফসীর: এখানে আল্লাহ তা'আলা স্বীয় বান্দা ও রাসূল হযরত লূত (আঃ)-এর বর্ণনা দিচ্ছেন। তাঁর নাম ছিল পূত ইবনে হারান ইবনে আষর। তিনি হযরত ইবরাহীম (আঃ)-এর ভ্রাতুস্পুত্র ছিলেন। হযরত ইবরাহীম (আঃ)-এর জীবদ্দশাতেই আল্লাহ তাআলা হযরত লূত (আঃ)-কে অত্যন্ত দুষ্ট প্রকৃতির উম্মতের নিকট প্রেরণ করেন। ঐ লোকগুলো সাযুম এবং ওর আশে পাশে বসবাস করতো। অবশেষে তাদের দুষ্কর্মের কারণে তাদের উপরও আল্লাহর শাস্তি আপতিত হয় এবং তারা সবাই ধ্বংস হয়ে যায়। তাদের বসতিগুলোর জায়গাটি একটি ময়লাযুক্ত দুর্গন্ধময় পানির বিলে পরিণত হয়েছে। ওটা এখনো বেলাদে গাওর নামে প্রসিদ্ধ হয়ে রয়েছে যা বায়তুল মুকাদ্দাস এবং বেলাদে কারক ও শাওবাকের মধ্যভাগে অবস্থিত।
ঐ লোকগুলোও আল্লাহর রাসূল হযরত লূত (আঃ)-কে অবিশ্বাস করে। তিনি তাদেরকে আল্লাহর নাফরমানী পরিত্যাগ করার এবং তাঁর আনুগত্য করার উপদেশ দেন। তিনি যে তাদের নিকট রাসূলরূপে প্রেরিত হয়েছে তা তিনি তাদের কাছে প্রকাশ করেন। তিনি তাদেরকে বলেন যে, তিনি ঐ কাজের জন্যে তাদের কাছে কোন প্রতিদান চান না। তার পুরস্কার তো রয়েছে বিশ্বপ্রতিপালক আল্লাহর নিকট। তিনি তাদেরকে বলেন, তোমরা তোমাদের জঘন্য কাজ হতে বিরত থাকো অর্থাৎ নারীদেরকে ছেড়ে পুরুষদের দ্বারা তোমাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করতে যেয়ো না। কিন্তু তারা তাঁর কথা মানলো না, বরং তাকে কষ্ট দিতে শুরু করলো।
১৬৫-১৭৫ নং আয়াতের তাফসীর: হযরত লূত (আঃ) তাঁর কওমকে এই বিশেষ নির্লজ্জতাপূর্ণ কাজ থেকে বিরত রাখতে গিয়ে বলেনঃ “তোমরা তোমাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে পুষদের নিকট যেয়ো না। বরং তোমরা তোমাদের হালাল স্ত্রীদের কাছে গিয়ে তোমাদের কাম বাসনা চরিতার্থ কর, যাদেরকে মহান আল্লাহ তোমাদের জোড়া বানিয়ে দিয়েছেন। তাঁর এ কথার উত্তরে তাঁর কওমের লোকেরা তাঁকে বললোঃ ‘হে লূত (আঃ)! তুমি যদি এ কাজ হতে বিরত না হও তবে অবশ্যই তোমাকে দেশ থেকে বের করে দেয়া হবে। যেমন আল্লাহ তা'আলা অন্য আয়াতে বলেনঃ (আরবি)অর্থাৎ “উত্তরে তার সম্প্রদায় শুধু বললোঃ তোমরা লুত (আঃ) ও তার অনুসারীদেরকে তোমাদের জনপদ হতে বহিষ্কার কর, তারা তো এমন লোক যারা অতি পবিত্র হতে চায়।” ২৭: ৫৬)
তাদের এ অবস্থা দেখে হযরত লুত (আঃ) তাদের প্রতি অসন্তুষ্টি ও তাদের থেকে বিচ্ছিন্নতার কথা ঘোষণা করেন এবং বলেন, “আমি তোমাদের এ জঘন্য কাজের প্রতি অসন্তুষ্ট। আমি এ কাজ মোটেই পছন্দ করি না। আমি মহান আল্লাহর সামনে নিজেকে এসব কাজ হতে মুক্তরূপে প্রকাশ করছি।'অতঃপর হযরত লূত (আঃ) তাদের বিরুদ্ধে আল্লাহ তা'আলার নিকট বদদু'আ করেন এবং নিজের ও পরিবার-পরিজনদের জন্যে মুক্তির প্রার্থনা করেন। তাঁর স্ত্রী তাঁর কওমের সাথে যোগ দিয়েছিল। তাই সেও তাদের সাথে ধ্বংস হয়ে গিয়েছিল। যেমন সূরায়ে আ'রাফ, সূরায়ে হৃদ এবং সূরায়ে হিজরে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।হযরত লূত (আঃ) আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাঁর অনুসারীদেরকে নিয়ে ঐ জনপদ হতে সরে পড়লেন।
নির্দেশ ছিল যে, তাঁদের সেখান হতে চলে যাওয়ার পরই তাঁর কওমের উপর আল্লাহর শাস্তি আপতিত হবে, ঐ সময় তাদের দিকে ফিরেও তাকানো যাবে না। অতঃপর তাদের সবারই উপর আযাব এসে পড়ে এবং তারা সব ধ্বংস হয়ে যায়। তাদের উপর আকাশ হতে পাথর বর্ষিত হয়। তাদের জন্যে এই প্রস্তর বৃষ্টি ছিল কতই না নিকৃষ্ট! তাদের এ ঘটনাটিও একটি শিক্ষামূলক বিষয়। এতে সবারই জন্যে উপদেশ রয়েছে। কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তবে আল্লাহ যে মহাপরাক্রমশালী ও পরম দয়ালু এতে সন্দেহের লেশমাত্র নেই।
DUA
Dua from Quran - 7
Dua from Quran - 7
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
Rabbana innaka jami'unnasi li-Yawmil la rayba fi innAllaha la yukhliful mi'aad
Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allah does not fail in His promise.
হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আপনি সকল মানুষকে সমবেতকারী, ঐ দিনে মোটেই সন্দেহ নেই, নিশ্চয়ই আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গকারী নন।
Surah Al-Imran - 3:9
Surah Al-Imran - 3:9
3:9
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍۢ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ ٩
Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allāh does not fail in His promise."
— Saheeh International
হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আপনি সকল মানুষকে সমবেতকারী, ঐ দিনে মোটেই সন্দেহ নেই, নিশ্চয়ই আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গকারী নন।
— Sheikh Mujibur Rahman
DUA
Asking Allah to grant you a child - 1
Asking Allah to grant you a child - 1
رَبِّ ھَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَاۗءِ
Rabbi Hab Lee Mil Ladunka D’urriyyatan T’ayyibah Innaka Samee-u’d Du’aa
O my Lord! Grant me from You, a good offspring. You are indeed the All-Hearer of invocation.
হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
Surah Al-Imran - 3:38
Surah Al-Imran - 3:38
3:38
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةًۭ طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ٣٨
At that, Zechariah called upon his Lord, saying, "My Lord, grant me from Yourself a good offspring. Indeed, You are the Hearer of supplication."
— Saheeh International
তখন যাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করেছিল, সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
— Sheikh Mujibur Rahman
YOUTH
FASTING RAMADAN
Ramadan: The Month of Fasting
What is Ramadan?
Rarnadan is the ninth month of the Islamic calendar. It begins when the new moon is sighted after the month of Sha'ban. It is a special month for Muslims. Ramadan brings us closer to Allah, and it brings all Muslims closer together.
What is Fasting?
Ramadan is also the month of fasting, or siyam. As you know, fasting is the fourth pillar of Islam. This means it is fard (required) to fast during this month. Allah ordered the early Muslims to start fasting during the month of Ramadan in the second year after Hijrah (2 A.H). Since then, healthy adult Muslims have fasted all day, every day.
Siyam is a way of worshiping Allah by not eating or drinking from dawn until sunset. We also stay far away from bad deeds when we are fasting, and we perform extra good deeds. Siyam teaches us to be patient, to understand how needy people suffer, and to be disciplined.
The Benefits of Fasting
The month of Ramadan is a time of worship and training. Let us learn in more detail about the important benefits of fasting in Ramadan.
It helps us to gain Allah's rewards and forgiveness.
During the month of fasting, we have the chance to earn lots of good deeds and wipe away our sins. Allah rewards us for good deeds.
WE ARE PROMISED SEVENTY TO SEVEN HUNDRED TIMES THE AMOUNT OF REWARDS WE WOULD EARN FOR PERFORMING THE SAME GOOD DEEDS IN A NORMAL MONTH!
That's a lot of hasanat! Also, Allah will forgive all of our sins if we fast during the month of Ramadan property. Ramadan brings us closer to Jannah if we do what is right in the eyes of Allah.
It trains us to increase our worship of Allah more.
During this blessed month, Muslims do not just fast. They also pray more, read more Qur'an and give more charity. Prophet Muhammad (S) encouraged Muslims to perform more Sunnah and nafl (extra) prayers in Ramadan, especially during the night. Muslims pray the special Salat-ut-Taraweeh every night of Ramadan. This special salah is a total of either eight or twenty rak'aat. We pray taraweeh two rak'aat at a time. Taraweeh prayers are offered after 'Isha salah, but before Witr salat.
One special night that occurs in Ramadan is Laylat-ul-Qadr, or the Night of Power. This was the night when the Qur'an was first sent down to the lowest Heaven. This night occurs on one of the last ten nights of the month, and Muslims pray extra hard during this time, especially on the 21st, 23rd, 25th, 27th, and 29th of Ramadan.
According to the Prophet (S), those who pray the nights of Ramadan will be forgiven for all of their past sins.
Rasoolullah (S) also said that whoever prays throughout the Night of Al-Qadr out of faith and to gain Allah's reward, Allah will forgive all of his past sins.
It trains us to have slef-control and taqwa.
By fasting in Ramadan, Muslims train themselves to become strong-willed believers who practice taqwa (fearing and loving Allah). Fasting makes us remember Allah more, which makes us love Him more. When we remember Allah, we also remember to do good things and avoid haram actions.
We are stronger against temptations and the tricks of Shaytan. This is the way to taqwa, or piety.
It makes us understand how poor people feel.
Fasting helps us to understand the suffering of poor people. This makes us better people who are more generous and humble with the needy. Fasting makes us appreciate the blessings that Allah has given us.
It trains us to maintain good manners.
When we fast, we try to develop good character. One example of this is controlling one's tongue. If someone harms you or hurts your feelings while you are fasting, you should not fight him or her back. Instead, you should control yourself and say only, "I am fasting, I am fasting". By saying this, the other person will know that you do not intend to argue or fight back. This helps us gain self-control, so that we always behave in a good way.
It trains us on making more Duaa.
Prophet Muhammad (S) taught us that dua'a are answered at the time when we break our fast, or, iftaar. It is important that we make dua'a every day in Ramadan, and take advantage of this month, so that we become closer to Allah, His Prophet (S) and Paradise.
Questions
Tell us about the benefits of fasting. If you have experienced other benefits when you have fasted, include them.
What are some special types of 'ibadat that we can do in Ramadan?
Laylat-ul Qadr is a special night in Ramadan. What is the meaning of that name? Why is this night a special night?